যদি কোনো কারণে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকরী হতে অব্যাহতি নিতে চান তাহলে, সংশ্লিষ্টদের নিকট চাকরি ছাড়ার আবেদন পত্র লিখতে হবে। এখন কথা হলো কিভাবে চাকরি থেকে অব্যাহতি পত্র টি লিখবেন। অব্যাহতি পত্র লিখার সুবিধার্থে নিচে নমুনাপত্র দেওয়া হলো:
আবেদন পত্র লিখার নিয়ম:
আবেদন পত্রটি লিখতে আপনি ভালো মানের কাগজ ব্যবহার করতে পারেন । অথবা কমম্পিউটার দিয়ে ও লিখে নিতে পারেন ।
১ । সাধারণত আবেদন পত্র লিখতে হলে প্রথমে তারিখ লিখতে হয়। তবে তারিখটি হলে জমা দেওয়ার দিনের তারিখ ।
২। তারিখ লিখার পরে সাধারণত বরাবর লিখতে হয় । যেখানে আবেদন পত্রটি লিখতে হবে তার ঠিকানা সঠিক ভাবে লিখতে হবে । যেমনঃ যদি কলেজ/বিদ্যালয়ে কোন আবেদন পত্র লিখতে হয় তাহলে, কলেজ/বিদ্যালয় এর প্রধান অধ্যক্ষ/প্রধান শিক্ষক এর কাছে আবেদন করতে হয়।
সরকারি চাকরি হতে অব্যাহতির নমুনাপত্র নিচে দেওয়া হলো
তারিখ: ২৮/০১/২০২১
বরাবর,
…………………………………..
সিলেট।
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়: চাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন ।
জনাব/জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ……….………..এখানে বর্তমান পদের নাম, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দিতে হবে…., …………………. । আমি গত ০১/০১/২০০০ খ্রি: তারিখে উক্ত পদে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে০২/০২/২১.. তারিখ হতে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকুরী হতে অব্যাহতি পত্র প্রদান করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক ০২/০২/২১.. খ্রি: তারিখ হতে আমার অব্যাহতি পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।
নিবেদক
…………এখানে স্বাক্ষর দিতে হবে
………………এখানে পদের নাম লিখতে হবে
………………এখানে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে
…………..। এখানে প্রতিষ্ঠানের ঠিকানা নমুনা স্বাক্ষর:
০১। …………………………………
০২। ………………………………..
০৩। ………………………………..