January 17, 2021, 6:20 pm
চট্রগ্রাম প্রতিনিধি: চট্রগ্রামের বহদ্দারহাটে পিকআপ- অটোরিকশার সংঘর্ষে নিহত ১ আহত অন্তত হন ৪ জন। রবিবার সকাল ৭টায় নগরীর শুলকবহর এলাকায় ঘটনাটি ঘটে।এতে নিহত হন অটোরিক্সার চালক সেকান্দর মিয়া (৬৫)। তিনি চান্দগাঁও মৌলভী পুকুরপার এলাকার মৃত মনজুর আহমদের ছেলে। আহতরা হলেন মোরশেদ (৩৫) আবু সৈয়দ (২১) আবু তৈয়ব (৪০) ও রাশেদুল (২১)। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেছেন,আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।