June 8, 2023, 11:03 am
চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহন শুরু হয়েছে। আজ ২৭ শে জানুয়ারি ২০২১ সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয় এবং বিকাল ৪ টা পর্যন্ত চলবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ভোটার প্রায় সাড়ে ১৯ লক্ষ। চট্টগ্রামে সিটি কর্পোরেশনে এবছর প্রথম ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
২০২০ সালের মার্চ মাসে চট্টগ্রাম সিটি নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার জন্য পিছিয়ে ১০ মাস পরে অনুষ্ঠিত হচ্ছে সিটি নির্বাচন। প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণা যেমন হয়েছে, তেমনি নির্বাচনে প্রচার প্রচারণায় সময় পক্ষ বিপক্ষ দলে সঙ্ঘাতে ২ জন নিহত হয়েছে।
নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী রয়েছেন:
(১) আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোঃ রেজাউল করিম চৌধুরী।
(২) বিএনপি মনোনীত ধানশীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন শাহাদাত হোসেন।
(৩) ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোঃ জান্নাতুল ইসলাম
(৪) বাংলাদেশ ইসলামি ফন্ট মনোনীত এম এ মতিন।
(৫) ন্যাশনাল পিপসল পার্টি মনোনীত আবুল মনজুর
(৬) ইসলামিক ফন্ট বাংলাদেশে মনোনীত মুহাম্মদ ওয়াহেদ মুরাদ
(৭) এবং স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী
সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের মেয়র পদের মূল লড়াই টা হবে আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধান শীষ প্রতীকে।