February 26, 2021, 10:23 am
চট্টগ্রাম প্রতিনিধি : আগামী রমজান ঈদের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০/২১ শিক্ষাবর্ষে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিন এস এম সালামাত উল্লাহ ভূইয়া।
তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে রমজান শুরু হতে পারে। আর কিংবা মে মাসের ১৩/১৪ তারিখ ইদুল ফিতর উদযাপিত হবে।
এবং মে মাসের ২০ তারিখ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদের ছুটি থাকবে।
তারপর মে মাসের তৃতীয় সপ্তাহে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
তবে কোন তারিখে হবে তা জানা যাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যদের সভা শেষে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে সম্মেলনকক্ষের সভায় ইদের পরে পরিক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য শিরীন আক্তার।