November 29, 2023, 12:17 pm
চট্টগ্রাম প্রতিনিধি :আজ ৩ ফেব্রুয়ারী চট্টগ্রাম নগরীর ফয়েস লেকের লেক ভিউ আবাসিক এলাকায় ৩ টি গভীর নলকূপ মোট ২১ টি অবৈধ পানির লাইন কেটে দিয়েছে ওয়াসা। এবং এ সময় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন আইনে ৩ টি গভীর নলকূপের মালিককে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওয়াসার ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা এই সংযোগ বিচ্ছিন্ন করেন।
তিনি বলেন, আমরা খবর পেয়েছি লেক ভিউ আবাসিক এলাকায় ৩ টি গভীর নলকূপের মাধ্যমে অবৈধ পানির লাইন টানা হয়েছে। এই তথ্য পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে ৩ টি গভীর নলকূপ থেকে ২০ টি লাইন বিচ্ছিন্ন করেছি।
তিনি আরো বলেন, লেকের পাহাড়ের আশেপাশে আরোও কয়েকটি নলকূপের কথা জানতে পেরেছি। যেখান থেকে অনেক অবৈধ লাইন টানা হয়েছে। সেগুলোর সন্ধানে আমাদের চেষ্টা অব্যাহত আছে, আজকের অভিযানের মাধ্যমে একটা মেসেজ দিয়েছি যে, অবৈধভাবে ব্যবসা করা যাবেনা।