1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

চট্টগ্রামে হাজতি পলায়ন ; বহিষ্কার ২ কারারক্ষী

  • Update Time : রবিবার, মার্চ ৭, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে এক হাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এবং গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

আজ রবিবার ৭ মার্চ সকলের দিকে চট্টগ্রামের ডিআইজি প্রিজন ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর পূর্বে গতকাল শনিবার ৬ মার্চ ফাহাদ হোসেন রুবেল নামের এক আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায়। তারপর থাকে সারাদিন অনেক খোঁজাখুজি করার পরও তার সন্ধান পাওয়া যায় নি। এ ঘটনায় জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
কারারক্ষী নাজিম উদ্দীন ও কারারক্ষী ইউনুস মিয়াকে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলে জানান চট্টগ্রাম ডিআইজি একেএম ফজলুল হক।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category