November 29, 2023, 11:30 am
চট্টগ্রাম প্রতিনিধি : সোমবার ১৫ ফেব্রুয়ারী ২০২১ ইং দিবাগত রাত ৩ টার দিকে চট্টগ্রামে ইপিজেড এলাকার একটি বস্তিতে আগুন লেগে একজন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের চেষ্টায় মঙ্গলবার সকাল ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহত ব্যক্তির নাম নওশের। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জানিয়েছেন। নিহত নওশের বয়স্ক ও অসুস্থ থাকার কারনে ঘর থেকে বের হতে না পারায় তার মৃত্যু হয়েছে।
৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ৫০ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
তবে কিভাবে আগুন লেগেছে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানাতে পারে নি। তবে বস্তিবাসীর পক্ষ থেকে বলা হয়েছে শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।