1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

চট্টগ্রামে ধসে পড়ল নির্মাণাধীন ছাদ; হতাহতের শঙ্কা

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকায় একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসে পড়ে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

আজ সোমবার ১ ফেব্রুয়ারি দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে ফোর এইচ নামক ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কারখানার বিপরীত দিকের এক দোকানদার জানিয়েছেন, কারখানার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ১ম তালা ছাদ ঢালাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। দুপুর সোয়া একটার দিকে বিকট শব্দে ছাদটি ধসে পড়ে। শ্রমিকরা জানিয়েছেন আহত কয়েকজনকে কারখানার নিজস্ব হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারনা করা হচ্ছে ছাদের নিচেও কর্মরত শ্রমিকরা থাকতে পারেন।

ঘটনাস্থলে ফায়ারসার্ভিস ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category