March 22, 2023, 6:29 pm
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বালিবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার ৩ আরোহী নিহত হয়েছে। এবং আহত হয়েছে আরোও ৪ জন। বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী ২০২১ ইং দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বহদ্দারহাট শাহ আমানত সেতু সড়কে রাহাত্তারপুল পার্ক কমিউনিটি নামক সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, সিএনজি চালিত অটোরিক্সা কে বালিবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ৩ জন মারা যায়।
নিহতরা হলেন, অটোরিক্সা চালক অহিদ মিয়া, মোঃ শহীদ মাঝি, মোঃ আব্দুল মান্নান।
এবং ৪ জন কে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছে বাকলিয়া থানার পুলিশ।