June 8, 2023, 11:22 am
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আগ্রাবাদে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত হওয়ার ঘটনায় ২৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১ টায় জাম্বুরি পার্ক এলাকা থেকে আটক করা হয়।
তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ডাবলমুড়িং পুলিশ কমিশনার এএএম হুমায়ুন কবির।
তিনি বলেন, দু’পক্ষের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে হাশিম নামের একজন যুবক নিহত হয়েছে।
নিহত মোঃ হাশিম এর বাড়ি হালিশহর এলাকার রঙ্গিপাড়ায়।