March 27, 2023, 4:21 pm
চট্টগ্রাম প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী চট্টগ্রাম রাউজানে আগুনে পুড়ে গুরুতর আহত হওয়া নুসরাত জাহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
নুসরাত জাহান পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া মজিদাপাড়া এলাকার মনির হোসেনের মেয়ে। এবং একটি ফোরকানীয়া মাদ্রাসার ছাত্রী ।
স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম জানান, গত ১ ফেব্রুয়ারী নুসরাত ঘরের বাহিরে খেলতে গিয়ে আগুনে পুড়ে যায়। এতে তার শরীরের প্রায় ৮০% শতাংশ পুড়ে ঝলসে যায়। আহত নুসরাত কে ঢাকা হাসপাতালের ভর্তি করা হয়।
তিনদিন পর আজ ৪ ফেব্রুয়ারী চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।