1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

চট্টগ্রামের ইয়াসমিন আক্তার উর্মি আশা জাগাচ্ছে!

  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৭, ২০২১
ডেস্ক: চট্টগ্রামের মেয়ে, ইয়াসমিন আক্তার উর্মি। ছোট্ট এ জীবনে চলার পথের অনেক বাধাকে সাহস, অধ্যবসায় আর প্রবল আশাবাদ দিয়ে অতিক্রম করেছে এক এক করে। মন খারাপের সময়গুলো কখনো হতাশায় ঢাকতে দেয়নি, বরং নতুন উচ্ছ্বাসে সামনে চলেছে। তৈরী পোশাক কারখানার একজন কৰ্মী থেকে, বিজেএমইএ-এর পৃষ্ঠপোষকতায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ ভর্তি, অতঃপর অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক সম্পূর্ণ করে এবং এখন থেকে উচ্ছ্বাস বাহিনীর গর্বিত সদস্য। এখন উচ্ছ্বাসের সদস্যরা গর্বিত, উর্মির মতো এরকম ভীষণ পজিটিভ একজন সহকর্মী পেয়ে। এখন থেকে উর্মি নিশ্চয় তার নতুন স্বপ্নের পথে চলবে, সেই সাথে আইপিডিসিও। উর্মির এই জীবন বদলানোর গল্প আশা জাগাচ্ছে উচ্ছ্বাসময় আগামীর বাংলাদেশের।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category