1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :
Title :
পসবিদের ২১২৯২০৭৭ টাকা কার পকেটে? প্রধান নিবার্হীর স্বাক্ষরীত কালেকশন সিটে প্রাপ্তী স্বীকার শায়েস্তাগঞ্জ Rapid ICT কম্পিউটার ট্রেনিং সেন্টারের পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সাধুহাটি পাকা রাস্তার উদ্বোধন করেছেন নেছার আহমদ এমপি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন। চীন ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর বিরল ফোনালাপ মোবাইল ডাটার মেয়াদ বেঁধে দিয়ে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়: মোস্তাফা জব্বার মস্কোতে মিলিত হচ্ছেন পুতিন-শি জিনপিং অচিরেই ফেরত আসছে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস

গার্মেন্টসহ অন্যান্য কারখানা বন্ধ থাকবে মালিকেরা কথা দিয়েছেন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, জুলাই ১৪, ২০২১
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (ফাইল ছবি)

সমগ্র বাংলা ডেস্কঃ মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে বিধিনিষেধ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ঈদের তৃতীয় দিন ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে একই প্রজ্ঞাপনে এর পরের ১৪ দিন ফের কঠোর বিধিনিষেধ আরোপ করার কথাও বলা হয়েছে।

মঙ্গলবার একাত্তর টেলিভিশনের টকশো একাত্তর জার্নালের শুরুতেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ঈদের পরে ২৩ জুলাই থেকে জারি হতে যাওয়া কঠোর বিধি-নিষেধের সময় সব শিল্প-কারখানা বন্ধ রাখবেন বলে গার্মেন্ট মালিক সমিতির পক্ষ থেকে কথা দেওয়া হয়েছে।

শিথিল সময়ের পরে আবারও কঠোর বিধি-নিষেধ জারি হতে যাচ্ছে বললেও আসলে সব বন্ধ করা সম্ভব হবে কিনা অনুষ্ঠানের আলোচক জ ই মামুনের প্রশ্নের ভিত্তিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এবার গার্মেন্টসহ অন্যান্য কারখানা বন্ধ থাকবে।

এসময় উপস্থাপক মিথিলা ফারজানা সন্দেহ প্রকাশ করে বলেন, এর আগেও একাধিকবার কারখানা বন্ধ থাকার কথা বলা হলেও পরে মালিকদের কারণে খুলে দিতে হয়েছে। এবারও তেমন কিছু ঘটবে কিনা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এবার তারা কথা দিয়েছেন কারখানা বন্ধ থাকবে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category