November 30, 2023, 3:22 am
সাধারণত পাকা ঘর তৈরি করার সময় গাঁথুনি দেওয়ার পূর্বে ইটকে পানিতে ভিজিয়ে নিতে দেখতে পাই। কিন্তু আমারা অনেকেই জানিনা গাঁথুনি দেওয়ার পূর্বে ইটকে কেন ভিজিয়ে রাখা হয় ।
প্রথমত ইট মাটির আগুনে পুড়িয়ে তৈরি হয়। মাটির মধ্যে পানি থাকে এবং সেই পানি বাষ্পীভূত হয়ে শূন্যস্থানের সৃষ্টি করে। এর জন্য ইটের মধ্যে অনেক ক্ষুদ্র ছিদ্র রয়ে যায়।
এর জন্য এটি সহজেই বাহির থেকে পানি শোষণ করতে পারে।
শুকনো ইটকে দিয়ে যদি সিমেন্টর প্রলেপ দিয়ে বাড়ি বানানো হয়, তবে সেটি সিমেন্ট থেকে সব পানি শোষণ করে নিবে। এর ফলে সিমেন্টে ফাটল দেখা দিবে। এর জন্য ইটকে পানিতে ভিজিয়ে তার সব পিপাসা মিটিয়ে দেওয়া হয়। যেন সিমেন্ট থেকে পানি শোষণ না করতে পারে।
দ্বিতীয়ত : ইটের মধ্যে কিছু ময়লা এবং এমন কিছু যৌগ থাকে যেমন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের ফ্লোরাইড লবণসমূহ উপস্থিত থাকে।
এর জন্য ইটকে যদি শুকনো অবস্থায় সিমেন্ট দেওয়া হয় তবে সেই যৌগগুলো সিমেন্টের পানিতে দ্রবীভূত হয়ে দেয়ালের গায়ে সাদা রঙের ভেপোঁ ফেলে । ইটকে ভালো ভাবে পানিতে ভিজিয়ে নিলে এই সমস্যার সম্মুখীন হতে হবেনা৷