November 29, 2023, 12:33 pm
যা হোক ঘটনাটা বলি –
আমার ছাত্র ক্লাস সেভেনে পড়ত। একদিন সন্ধ্যার সময় আমি নিয়মমত ছাত্রকে পড়াচ্ছিলাম। তো ৪০ মিনিট পর আমার নাস্তা এলো। নাস্তা হিসাবে এলো কয়েকটা বিস্কুট আর এক কাপ চা। তো আমি একটা বিস্কুট খেয়ে চায়ে চুমুক দিতেই বুঝলাম চায়ে চিনি দেয়নি। তো ছাত্রের বাবা চিনি দিয়ে চাশে নাড়া দিতেই ছাত্র অট্টহাসিতে ফেটে পড়লো। হাসির কারন সেটা চিনি ছিলনা । তো আপনারা কি ভাবছেন সেটা লবন ছিল?
আরে না,,,, চিনির কৌটার পাশে রাখা পোলাও চাল ছিল। সে পোলাও চাল চায়ের মধ্যে দিয়ে নাড়াত থাকে। এটা জানার পর আন্টিও হাসিতে ফেটে পরে। বাকি ২০ মিনিট ছাত্র আর বই পড়েনি শুধু হেসেই কাটিয়েছে। এর পর থেকে যখনই আমার জন্য চা আসতো ছাত্র হাসতে হাসতে বলে উঠলো” স্যার পোলাও চাল, পোলাও চাল।”
আমারও একই অবস্থা নতুন কোন বাসায় গেলে তারা চা খেতে দিলে মনে পড়ে একটা বাক্য
“”স্যার পোলাও চাল, পোলাও চাল””।