January 17, 2021, 8:02 pm
ঝিনাইদহের শৈলকুপার ৯নং মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য নারগিস খাতুনের বাড়ি থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।এসময় তার স্বামী আবু সাঈদ ওরফে সাউদ ও তার মেয়ের জামাই রাব্বি হোসেনকে আটক করা হয়। গরুর মালিক একই উপজেলার পাঠানপাড়া গ্রামের নিহাল মন্ডলের ছেলে নয়ন সন্ডল।গরুর মালিক জানান, মঙ্গলবার সন্ধা ৭টার দিকে গোয়াল ঘর থেকে বাচ্চাসহ একটি গাভী চুরি হয়।অনেক খোঁজাখোঁজির পর জানা যায় বিজুলিয়া গ্রমের ইউপি সদস্য নারগিস খাতুনের বাড়িতে গরু দুটি আছে।এ বিষয়ে মহিলা ইউপি সদস্য জানান, তার জামাই রাব্বি একজন ইঞ্জিনচালিত করিমন চালক। মঙ্গলবার রাতে সে তার গোয়াল ঘরে গরু দুটি বেঁধে রেখে যায়। তারপর পুলিশ এসে গরু দুটি উদ্ধার করেন এবং সাথে তার স্বামী আবু সাঈদ ওরফে সাউদ ও তার মেয়ের জামাই রাব্বি হোসেনকে আটক করেন।