1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

কোভিড ১৯ দেশে আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৬২ জন।

  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৫, ২০২১

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে (Covid19) করোনাভাইরাস সংক্রমণ এর সর্বশেষ পরিস্থিতি জানিয়েছে যে, দেশে গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৬২ জন, এবং গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টর নতুন শনাক্ত ৭৬২ জনকে নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৪৮৫ জন। এবং ১৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৭ হাজার ৮৬২ জন।

 

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category