1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

কোন সময় কি বলা সুন্নত

  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২১, ২০২১

জীবনে চলাফেরায় আমরা কত কিছু ই না বলে থাকি । ভালো খারাপ সহ কত কিছুই উচ্চারিত হয় আমাদের মুখে । একদিন এগুলো সবকিছুর হিসাব আল্লাহ তায়ালা’র কাছে দিতে হবে। অথচ একটু সচেতন হলেই অর্জন করতে পারি আমরা হাজারো সওয়াব।

স্থান কাল বুঝে কয়েকটি শব্দ উচ্চারনেই অর্জিত হয় পরকালের অমূল্য সম্পদ।

কোন সময় কি বলা সুন্নত:

(১) খাওয়ার শুরুতে বিসমিল্লাহ
(২) ভাল কিছু দেখলে মাশাআল্লাহ
(৩) কোনো নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ
(৪) কাউকে বিদায় দিলে ফি আমানিল্লাহ
(৫) কাউকে ধন্যবাদ দিতে শুকরান জাযাকাল্লাহ
(৬) হাচির পরে আলহামদুলিল্লাহ
(৭) মুছিবতের সময় ইন্না-লিল্লাহ
(৮) উপরে ওঠার সময় আল্লাহু আকবর
(৯) নিচে নামতে সুবহানাল্লাহ
(১০) নফরমানি কাজে নাউজুবিল্লাহ
(১১) ওয়াদা করার সময় ইনশাআল্লাহ
(১২) ঘর থেকে বের হওয়ার সময় তাওয়াক্কালতু আলাল্লাহ।
(১৩) পাপের অনুশোচনায় আস্তাগফিরুল্লাহ
(১৪) সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ।

সমগ্র বাংলা / এ এ মাসুক

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category