1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

কোন পথে জান্নাত-জাহান্নাম, সে কথা চিন্তা করতে হবে

  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২

আল্লাহকে পেতে চাইলে রাসুলকে (সা.) অনুসরণ করতে হবে, তার পথে চলতে হবে। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম পাবো, এ কথা চিন্তা করতে হবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শহীদুল ইসলাম এসব কথা বলেছেন।

সোমবার (৩১ অক্টোবর) সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে সেন্টার ফর প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট (সিপিএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের বয়স হয়েছে, কবরের প্রান্তে এসেছি। আমাদের মৃত্যু হবে। মরার পর আল্লাহ পরকালে জান্নাত ও জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম পাবো, এ কথা চিন্তা করতে হবে। জান্নাতের পথ আমরা চিন্তা করছি না। নবী করিম (সা.) এর আদর্শ কী, সে পথে আমাদের চিন্তা করতে হবে।

সাবেক এই বিচারপতি আরও বলেন, রাসুল (সা.) বলতেন তোমরা রাগ করো না, হিংসা করো না। আমাদের প্রত্যেকের রাগ আছে, হিংসা আছে। আমাদের আচার-আচরণের সম্পর্কটা রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে চলতে হবে। শুধু কথায় নয়, আল্লাহকে পেতে চাইলে নবিকে (সা.) অনুসরণ করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ আসনের সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট জুলহাস উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মঈন উদ্দিন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফুজ্জামান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও অ্যাডভোকেট মীর একেএম নূরুন্নবী উজ্জ্বল প্রমুখ।

জাগো নিউজ

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category