January 24, 2023, 9:47 am
বাংলাদেশের মুক্তি সংগ্রামের বিশেষ নেতা, দেশের প্রথম সারীর ডাক্তার ও গবেষক ড. জাফরুল্লাহ চৌধুরী
৯ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০২১ ইং ধানমন্ডি আল আকসা জামে মসজিদের ইমাম হাফেজ আনিসুর রহমানের কাছে কুরআন শিক্ষার জন্য নূরানী কায়দার সবক নেন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও গবেষক রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা আনোয়ার খান।
উল্লেখ এর আগে ড. জাফরুল্লাহ চৌধুরী ধর্ম নিয়ে বিভিন্ন মন্তব্য করে নানা সময় নানা বিতর্কের সৃষ্টি করেছেন।
তিনি আর ধর্ম নিয়ে মন্তব্য করবেন না বলে জানিয়েছেন, এবং কুরআন শিখার আগ্রহ নিয়ে হাফেজ আনিসুর রহমানের কাছে সবক নেন।
প্রথমে তিনি রাজাধানীর আল আকসা জামে মসজিদে এসে ওজু করেন। এর পর আল আকসা জামে মসজিদের ইমামের কাছে তওবা করেন৷
তারপর রাব্বি জিদনী ইলমা পড়ে কুরআন শিখার প্রাথমিক পর্যায়ের সবক নেন।