November 30, 2023, 5:22 am
পবিত্র কুরআনের হাফেজদের যাতায়াতের জন্য গাড়ী ভাড়া ফ্রী বাসের সামনে টাঙানো এমনই একটি পোস্টার।
ঢাকা থেকে ফেণী রুটের এই বাসের নাম নিউ যাত্রীসেবা৷
শনিবার ৬ ফেব্রুয়ারী ২০২১ ইং বিকাল ৪ টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন ক্যাপশনে Love and Respect লেখে পোস্ট করেন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে।
ঢাকা মেট্রো – ব ১৪-৮৩৩৯ নম্বরের বাসটির ছবি দেখে ধারণা করা যাচ্ছে বাসটির রুট ঢাকা থেকে ফেণী পর্যন্ত।
এই বাস কুরআনের হাফেজদের জন্য কোনো ভাড়া নেওয়া হয়না।
সাইফুদ্দিন এর ফেসবুক পেইজে পোস্ট করার পর ২২ ঘন্টায় ৭১ হাজার রিয়েক্ট পড়ছে যার মধ্যে ৩৭ হাজার লাভ রিয়েক্ট৷ এবং মন্তব্য পড়েছে প্রায় ১৫ শ।