November 30, 2023, 4:29 am
কিডনি মানব দেহের রক্ত পরিশোধনকারী একটি অঙ্গ। কিডনির প্রধান সমস্যা হল পাথর জমে যাওযা। কিডনিতে পাথরের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আসুন জেনে নিই কেন কিডনিতে পাথর হয় এবং কিডনির পাথর থেকে মুক্তি পাওয়ার উপায় কি ।
কিডনিতে পাথর হওয়ার কারণসমূহঃ
১.থাইরয়েড প্রন্থির কার্যকারিতা বৃদ্ধির কারণে
২.ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধির কারণে
৩.ইউরিক এসিড বৃদ্ধির জন্য
৪.বিস্তৃত অস্থি রোগে
৫.রেনাল টিবিউলার এসিডোসিসে
৬.দীর্ঘমেয়াদি মূত্র নি:সরণের বাধাপ্রাপ্ত হলে
৭.মূত্র সংবহনতন্ত্রের সংক্রমনের ফলে
৮.কখনও জন্মগত কারণেও মূত্রে পাথর হতে দেখা যায়
কিডনি সুস্থ রাখতে যা করা প্রয়োজনঃ
১.অবশ্যই পর্যাপ্ত পরিমানে পানি পান করতে হবে
২.প্রচুর পরিমানে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে
৩.দীর্ঘক্ষন পশ্রাব চেপে রাখা যাবেনা
৪.অতিরিক্ত মাত্রায় দুগ্ধজাত খাবার খাওয়া যাবেনা
৫.বছরে একবার হলেও ডায়বেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা করা উচিৎ (বয়স ৪০ এর বেশি হলে)