February 9, 2023, 10:17 am
দীর্ঘ সময়ের সঙ্গী আইনজীবী স্টেলা মরিসকে বিয়ে করছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (৫০)। সাংবাদিক জুলিয়ান ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন।
শুক্রবার বিবিসি জানিয়েছে, তাদের বিয়ে করার অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট আদালত। অ্যাসাঞ্জ এবং মরিস এখন কারাগারে বসেই আইন অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন। তবে বিয়ের সম্পূর্ণ খরচ তাদের নিজেদের বহন করতে হবে। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আইনজীবী স্টেলা মরিসের সঙ্গে জুলিয়ান অ্যাসাঞ্জের পরিচয় হয় ২০১১ সালে।
২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। তখন অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। সেখানে থাকা অবস্থায়ই তাদের দুই পুত্র (গ্যাব্রিয়েল ৪ বছর, ম্যাক্স ২ বছর) সন্তানের জন্ম হয়। তাদের জন্মের সময় ভিডিও কলে যুক্ত হন অ্যাসাঞ্জ।