1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

কারণ দর্শানোর নোটিশ

  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০১৭

কারণ দর্শানোর নোটিশ

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০১৭ সালের হজের প্রাক্কালে বাংলাদেশের বেশকিছু হজ এজেন্সী বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ হজ অফিস এবং হাবের নেতৃবৃন্দের মধ্যস্থতায় ৩০ শে জিলকদ্বের মধ্যে বকেয়া মোয়াল্লেম ফি পরিশোধের জন্য মোয়াল্লেমের সাথে চুক্তিবদ্ধ হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিবদ্ধ এজেন্সিগুলোর অধিকাংশই মোয়াল্লেমদের বকেয়া অর্থ পরিশোধ করেনি বিধায় সংশ্লিষ্ট এজেন্সিমূহের হজযাএীগণ অবর্ণনীয় কষ্টে পতিত হন, অনেকেই রাস্তায় নেমে পড়েন এমনকি মোয়াল্লেমের অফিসে সৌদি আরবের আইন ভঙ্গ করে স্লোগান প্রদান করে। যার ফলে হজ ব্যবস্হাপনা দারুনভাবে বিঘ্নিত হয়।

এমতাবস্থায়, বর্ণিত এজেন্সীর বিরুদ্ধে নিম্নোক্ত কারণে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category