1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

কাতারে মোবাইল কোম্পানি উরিদুকে ৩৫ লাখ রিয়াল জরিমানা

  • Update Time : সোমবার, জুন ২৮, ২০২১

কাতারে সবচেয়ে বড় মোবাইল সেবাদাতা কোম্পানি উরিদুকে দুই অপরাধে ৩৫ লাখ রিয়াল জরিমানা করা হয়েছে। বিভিন্ন নিয়ম ভঙ্গের দায়ে সরকারি নিয়ন্ত্রক সংস্থা কমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (সিআরএ) এই জরিমানা আরোপ করে।

উরিদুর বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল। মোবাইল সেবা খাতে ব্যবসার যেসব নিয়ম রয়েছে সেগুলো ভঙ্গ করায় প্রথম অভিযোগ প্রমাণিত হয়। এতে জরিমানা করা হয় ২০ লাখ রিয়াল।

অভিযোগে বলা হয়, আলখিসা এলাকায় উরিদুর যে ক্যাবল ল্যান্ডিং স্টেশন রয়েছে, সেটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানায় উরিদু।

দ্বিতীয় অভিযোগে উরিদুর বিরুদ্ধে অনুমোদন ছাড়াই গ্রাহকদের জন্য বিভিন্ন রেট নির্ধারণ করার কথা বলা হয়। উরিদু বিভিন্ন অফারে এই নিয়ম ভঙ্গ করেছে এবং এ কারণে গ্রাহকদের ক্ষতি হয়েছে। ফলে এই অপরাধে আরও ১৫ লাখ রিয়াল জরিমানা করা হয়।

এই দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় উরিদু কর্তৃপক্ষ দোষী সাব্যস্ত হয়েছে। ফলে এই মোটা অঙ্কের জরিমানা এখন উরিদুকে পরিশোধ করতে হবে।

কাতারে মোট দুটি মোবাইল সেবাদাতা কোম্পানি রয়েছে, উরিদু এবং ভোডাফোন। তবে এর মধ্যে উরিদু সবচেয়ে বড় নেটওয়ার্ক। কাতারে যে কোনো গ্রাহক চাইলে এসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category