1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

করোনা মুক্ত পবিত্র শহর মদিনা মুনাওয়ারা

  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৯, ২০২১

পবিত্র নগরী মদিনা শরীফকে করোনাভাইরাস মুক্ত বলে ঘোষণা করা হয়েছে৷
বুধবার ২৭ জানুয়ারি ২০২১ ইং এ সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

Covid19 মুক্ত ঘোষণা করার আগে মদিনা মুনাওয়ারার আল আইস শহরে ১৩ জন করোনা রোগী ছিল। এখন তারা সবাই সুস্থ। মদিনা মুনাওয়ারায় মোট ৩০ হাজার মানুষের বসবাস।
সৌদি আরবে মোট করোনা শনাক্ত হয়েছে ৩ লক্ষ ৬৭ হাজার এবং মৃত্যু বরণ করেছে ৬ হাজার ৩ শত ৬৬ জন।

এদিকে মহামারী কোভিড ১৯ ঠেকাতে সৌদি সরকার এবারের হজ সীমিত পরিসরে করার সিদ্ধান্ত করেছে।
এ বছর সৌদি আরবের বাহিরের কেউ হজ্জ করতে পারবেনা।
সৌদিতে বসবাসরত এবং স্থানীয় সৌদির লোকজন শর্তসাপেক্ষে এবারের হজ পালন করতে পারবেন।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category