March 22, 2023, 6:16 pm
৪ ফেব্রুয়ারী ২১ ইং দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমদউল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই খবর ওনার ভেরিফাইড ফেসবুক পেইজে এডমিন নিশ্চিত করেছেন৷
তিনি সেখানে লেখেন, আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ কয়দিন যাবত অসুস্থবোধ করছিলেন। গতকাল তিনি অসুস্থবোধ করছিলেন। এবং গতকাল অসুস্থতার তীব্রতা অনুভব করেন। রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩ টা তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ পরিক্ষা নিরীক্ষা করে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান হাসপাতালে ভর্তি হওয়ার পরই তার শরীর থেকে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
তিনি বলেন প্রানপ্রিয় শায়খের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি আরোগ্য দান করেন। তিনি যেন দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন৷ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন৷
শায়খ আহমাদুল্লাহ ১৫ ডিসেম্বর ১৯৮১ সালে লক্ষীপুরে জন্মগ্রহণ করেন।
তিনি কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক থেকে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস শেষ করেন। তারপর খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করে। মিরপুর দারুল রাশাদে শিক্ষকতায় যোগদান করেন।
সেখানে ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সম্মানের সহিত দায়িত্ব পালন করেন।
পাশাপাশি ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুর বায়তুল ফালাহ জামে মসজিদে।
তিনি আন্তর্জাতিক পর্যায়ে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন।
শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠা করেন – আস সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠান টি শিক্ষা, সেবা, দাওয়াহ এই তিন বিভাগে কাজ করেছে।