March 22, 2023, 6:15 pm
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সঠিক কোন তথ্য বলতে পারছেনা, কবে শেষ হবে। এরই পার্দূভাব পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটির চারটি শাখার মধ্যে তিনটির শিক্ষকরা এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
এখন পর্যন্ত নিউ বেইলী রোডের মূল শাখা, আজিমপুর ও ধানমণ্ডি শাখার ২৮ জন শিক্ষক এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আর চার শাখার আরও ২০ জন শিক্ষকের শরীরে করোনার লক্ষণ আছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মোট ২৮ জন শিক্ষক সংক্রমিত হয়েছেন বলে বৃহস্পতিবার পর্যন্ত তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, গত বুধবার পর্যন্ত এসব শিক্ষক সংক্রমিত হয়েছেন বলে রিপোর্ট এসেছে। তবে প্রতিষ্ঠানটির কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তবে, এসব বিষয় নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকরা কেউই অনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি। তারা বলছেন, এগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললে পরে চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে। যদিও তারা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের ঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন।