November 29, 2023, 12:22 pm
দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ করোনামুক্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়খ আহমাদুল্লাহ ভেরিফাইড ফেসবুক পেইজের এডমিন।
তিনি লেখেন, আলহামদুলিল্লাহ!
মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ও আপনাদের নেক দোয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে শায়খ আহমাদুল্লাহ (হাফিজাহুল্লাহ) কে।
তিনি টানা ছয়দিন বিজ্ঞ চিকিৎসকদের নিবির তত্ত্বাবধানে থাকার পর এখন ডাক্তারের পরামর্শে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন৷
বাসায় অবস্থানকালে তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এসময় কথাবার্তা কাজকর্ম করা ও অন্যান্য ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। মাসখানেক পর্যন্ত কোনো মানসিক এবং শারিরীক চাপ নিতে বারণ করা হয়েছে। তার ফুসফুসে নতুন সংক্রমণ জনিত সমস্যা দেখা দেয় নি।
তবে সংক্রমণ জনিত সমস্যার কিছুটা অবশিষ্ট রয়েছে। তার পরিবারের অন্য সদস্যদের অবস্থাও স্থিতিশীল রয়েছে।
সর্বশেষে তিনি শায়খ আহমাদুল্লাহ জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন যেন শায়খ আহমাদুল্লাহ পরিপূর্ণ ভাবে সুস্থ হয়ে সকলের সামনে ফিরে আসতে পারেন।
উল্লেখ গত ৪ ফেব্রুয়ারী শায়খ আহমাদুল্লাহ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন।
শায়খ আহমাদুল্লাহ ১৫ ডিসেম্বর ১৯৮১ সালে লক্ষীপুরে জন্মগ্রহণ করেন।
তিনি কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক থেকে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস শেষ করেন। তারপর খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করে। মিরপুর দারুল রাশাদে শিক্ষকতায় যোগদান করেন।
সেখানে ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সম্মানের সহিত দায়িত্ব পালন করেন।
পাশাপাশি ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুর বায়তুল ফালাহ জামে মসজিদে।
তিনি আন্তর্জাতিক পর্যায়ে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন।
শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠা করেন – আস সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠান টি শিক্ষা, সেবা, দাওয়াহ এই তিন বিভাগে কাজ করেছে।