1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বাংলাদেশে সবচেয়ে কঠিন পেশা কোনটি এবং কেন?

  • Update Time : শুক্রবার, মে ২৯, ২০২০

পেছনে দাঁড়িয়ে থাকা এই চুপচাপ ব্যক্তিদের পেশা পৃথিবীর অন্যতম কঠিন একটি কাজ | বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই এই লোকরা অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করে আসছেন |

আচ্ছা বলুনতো- পৃথিবীর আর কোন পেশা আছে যেখানে হাসা নিষেধ ! সম্মানিত প্রেসিডেন্টগণ বিভিন্ন পাবলিক সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে যেরকম রম্য রসাত্মক বক্তৃতা রাখেন তাতে কখনোই এই লোকগুলোর মুখ ফসকে দাঁত বেরিয়ে যায় না। অনেকে ভাবছেন এ এমন কি কঠিন কাজ ! কিন্তু একবার ওই লোকগুলোর অবস্থান থেকে নিজেকে ভেবে দেখুন কতটা চ্যালেঞ্জিং দায়িত্ব এটা |

এই শান্তশিষ্ট নিরপরাধ ব্যক্তিদের কেন তাদের হাসার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেটা আমার বোধগম্য নয় |

নিচের ছবিতে প্রেসিন্ডেটের দিকে তাকিয়ে দেখুনতো একটু মুচকি হাসি পায় কিনা। আর ওই ম্যামকে দেখুন কত কষ্ট করে ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছে। হয়তো একটু মৃদু হাসার চেষ্টা করছে, কিন্তু কতটুকু সাধনা করলে এভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে পারে মূর্তির মতো।

অথবা এই ছবিটি

সারকথা : আপনাদের মধ্যে কেউ যদি ওই লোকগুলোর মতো কোনো পেশায় জড়িত না থাকেন তাহলে আপনি খুবই ভাগ্যবান। আজই মন খুলে হাসুন, প্রাণভূ হাসুন ! জীবন ছোট, আমাদের সময়ও সীমিত। তাই জীবনের প্রতি মুহূর্তকে উচ্ছ্বসিত করুন।

লিখছেন:জাবির আল ফাতাহ (Jabir Al Fatah) .

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category