March 27, 2023, 12:54 pm
সিঙ্গাপুরভিত্তিক ডিজিটাল বিজ্ঞাপন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানিমাইন্ড ও প্রথম আলো ডিজিটালের উদ্যোগে ওয়েবসাইট থেকে মনিটাইজেশন নিয়ে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ৯ ডিসেম্বর। বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন জুম প্ল্যাটফর্মে এ ওয়েবিনারের বিষয় ‘প্রিমিয়াম ইনভেন্টরির ভবিষ্যৎ’। বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল, অ্যাপস, অনলাইন গেমস, ব্লগ এবং অন্যান্য অনলাইন প্রকাশকসংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ নিতে পারবেন।
ওয়েবসাইটের বিভিন্ন বিজ্ঞাপনের স্পটগুলোকে প্রিমিয়াম ইনভেন্টরিতে রূপান্তর করে এ থেকে আয় কীভাবে বাড়ানো যায়, এটিই হবে এই ওয়েবিনারের মূল বিষয়। এর বাইরে ডিজিটাল ট্রান্সফরমেশন, এসইও ও ওয়েবসাইট অপটিমাইজেশন নিয়েও আলোচনা হবে।
ওয়েবিনারে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন অ্যানিমাইন্ড গ্রুপের রিজিওনাল হেড অব প্ল্যাটফর্ম অপারেশনস অ্যান খ্যান ভু, রিডিওনাল হেড অব পাবলিশার অ্যানগেজমেন্ট ডো ডন ব্যাও নক এবং প্রথম আলো ডিজিটালের হেড অব বিজনেস জাবেদ সুলতান।
ওয়েবিনারটিতে বিনা মূল্যে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে https://docs.google.com/forms/d/e/1FAIpQLScBLOPY0dHaOmMDJk2TGtLwVp4EUu11Rh0fDzgZbi4JXbWY4g/viewform ঢুঁ মারতে হবে।
আরো পড়ুন রাজবাড়ীতে ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধর করার অভিযোগ
ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি
সূত্রঃ প্রথম আলো