April 14, 2021, 4:38 pm
ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার করা হবে তা কোনো ত্রুটি নয়। তবে তা করতে হবে সংযত বা পরিমিতভাবে। ওয়াজের আশপাশে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করার উত্তম হবে।
ধর্মীয় অনুষ্ঠানে মাইক ব্যবহারের অনুমতি প্রাপ্তির আবেদন।
বরাবর, জেলা প্রশাসক, ভোলা জেলা।
বিষয়:ধর্মীয় অনুষ্ঠানে মাইক ব্যবহারের অনুমতি প্রাপ্তির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী। আগামী বছরে জানুয়ারি মাসের এক তারিখে ধমীর্য় অনুষ্ঠানে মাইক ব্যবহারের অনুমতি প্রাপ্তির জন্য আবেদন করছি। এতদ্সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ কাগজপত্রসমূহ আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করলাম।
০১। আবেদনকারীর নাম: *
০২। জাতীয় পরিচয়পত্র নম্বর:
০৩। মোবাইল নম্বর: *
০৪। মাতার নাম: *
০৫। নাম:*
০৬। স্থায়ী ঠিকানা: *
জেলা: উপজেলা: গ্রাম: ডাকঘর
০৭। বর্তমান ঠিকানা:
জেলা উপজেলা: গ্রাম: ডাকঘর:
০৮। জন্ম তারিখ:* ০৯। জাতীয়তা ১০। শিক্ষাগত যোগ্যতা:
১১। অনুষ্ঠান শুরুর তারিখ : *
১২। অনুষ্ঠান সমাপনীর তারিখ: *
১৩। অনুষ্ঠানের ব্যাপ্তিকাল
১৪। অনুষ্ঠানস্থল: *
স্থান: জেলা:
১৫। সময়: অনুষ্ঠান শুরুর সময়: অনুষ্ঠান শেষ সময়:
অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন, আমার অনুকূলে আবেদনে বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অনুমতি প্রদানে আপনার একান্ত মর্জি হয়।
তারিখ:
বিনীত নিবেদক
আবেদনকারীর স্বাক্ষর