April 15, 2021, 4:05 am
মুহিন শিপন: শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা “স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ’-এর উদ্যোগে এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শায়েস্তাগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রেলওয়েপার্কিংয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে অনুষ্ঠিত এ কর্মসূচীতে প্রায় অর্ধ শতাধিক সাধারণ নাগরিক অংশগ্রহণ করে।এসময় তাদের হাতে “প্রিয় বাংলাদেশ, লজ্জা ঢাকবার চাই উপদেশ’,’ ইস্যু আসে ইস্যু যায়, জনগন দৌড়ায়’, ‘আমাদের শুধু মোমবাতি হাতে নিরব থাকায় দায়’, ‘অঞ্জলি লও মোর” লেখা সম্বলিত প্লেকার্ড ছিলো।
মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণকারী সংগঠনের সদস্য সচিব মুহিন শিপন জানান, বিচারহীনতার সংস্কৃতি এবং সমাজের মানুষের মাঝে অসহিষ্ণুতা বৃদ্ধি পাওয়ার কারণেই আমাদের সমাজে ধর্ষণের মত অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।এধরণের অপরাধ বন্ধের জন্য অপরাধীদের বিচার নিশ্চিতের পাশাপাশি নাগরিকদের মনস্তাত্ত্বিক উন্নয়নের প্রতি রাষ্ট্রকে মনোনিবেশ করতে হবে।’উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যার দিকে সিলেটের টিলাগড় এলাকার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষনের শিকার হন এক তরুণী।