November 30, 2023, 4:44 am
সমগ্র বাংলাঃ আজ বৃহস্পতিবার (১৭ জুন) সকালে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যানারে সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি জানান শিক্ষক নেতারা। শিক্ষক কর্মচারীদের কয়েকটি সংগঠনের সমন্বয়ে এ ফেডারেশন গঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান আলম সাজু। লিখিত বক্তব্যে তিনি শিক্ষক-কর্মচারীদের পক্ষে সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরেন।
শিক্ষকদের দাবিগুলো তুলে ধারা হলো
শিক্ষক নেতারা করোনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কারিগরি তখা কর্মমূখী শিক্ষার প্রতি নজর দিয়ে কারিগরি শিক্ষা বোর্ডকে ঢেলে সাজানোর দাবি জানান শিক্ষকরা। একইসাথে দেশপ্রেমিক ও কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের কারিগরি শিক্ষা বোর্ডে পদায়ন দেয়ার দাবি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় করোনাকালের দুইটি সেশনের মেয়াদ একবছরের জায়গায় ৮-৯ মাস করার দাবি জানান শিক্ষকরা।