1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসবভাতা, বাড়িভাড়া ও মেডিকেলভাতাসহ ছয় দফা দাবি

  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১

সমগ্র বাংলাঃ আজ  বৃহস্পতিবার (১৭ জুন) সকালে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যানারে সংবাদ সম্মেলন করে ছয়  দফা দাবি জানান শিক্ষক নেতারা। শিক্ষক কর্মচারীদের কয়েকটি সংগঠনের সমন্বয়ে এ ফেডারেশন গঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান আলম সাজু। লিখিত বক্তব্যে তিনি শিক্ষক-কর্মচারীদের পক্ষে সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরেন।

শিক্ষকদের দাবিগুলো তুলে ধারা হলো

  • এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসবভাতা, বাড়িভাড়া ও মেডিকেলভাতা দেয়ার ব্যবস্থা করা।
  • শিক্ষাকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে মুজিব বর্ষেই শিক্ষাব্যবস্থা সরকারিকরণে বাজেট বরাদ্দ।
  • করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রণোদনা বা বিশেষ বৃত্তি বা অনুদানের ব্যবস্থা করা।
  • সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ডিভাইস, খাতা-কলমসহ অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান এবং মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে দুপুরে সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা।
  • দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিক বিপর্যয়ের সম্মুখীন দাবি করে তাদের স্নায়ু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা বা কলসালটেশনের দাবি জানান শিক্ষকরা।
  • অতিদ্রুত বোর্ড থেকে স্বীকৃতি পাওয়া সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এবং শিক্ষকদের ঐচ্ছিক বদলি বাস্তাবায়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

শিক্ষক নেতারা করোনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কারিগরি তখা কর্মমূখী শিক্ষার প্রতি নজর দিয়ে কারিগরি শিক্ষা বোর্ডকে ঢেলে সাজানোর দাবি জানান শিক্ষকরা। একইসাথে দেশপ্রেমিক ও কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের কারিগরি শিক্ষা বোর্ডে পদায়ন দেয়ার দাবি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় করোনাকালের দুইটি সেশনের মেয়াদ একবছরের জায়গায় ৮-৯ মাস করার দাবি জানান শিক্ষকরা।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category