November 30, 2023, 3:50 am
সমগ্র বাংলা ডেস্কঃ মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফেসবুক লাইভে এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, শেখ হাসিনার সরকার গরিবের সরকার। শেখ হাসিনা ছাড়া দেশের মানুষকে ভালোবাসার মতো আর কেউ নেই। গরিব মানুষের পক্ষে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সারাবিশ্বে তিনিই একমাত্র গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, আপনি চাইলে এক সপ্তাহের মধ্যে কোম্পানীগঞ্জে শান্তি ফিরে আসবে। আপনি এই অঞ্চলের অভিভাবক তাই এই দায়িত্ব আপনার ওপর পড়ে। এখানে শতাধিক নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছে। কোম্পানীগঞ্জে শান্তি ফেরাতে যা করা লাগে আমি তাই করব।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। ওই পৌরসভায় তৃতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।