November 29, 2023, 11:41 am
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এসএসসি পরীক্ষার্থী, এক পরিবারের ৬ জনসহ কিশোরগঞ্জের ১৪ নারী-পুরুষ শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।
জানা গেছে, ওই কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে কিশোরগঞ্জ সদর উপজেলার শিমূল কালিয়া দক্ষিণ কালিয়াকান্দা গ্রামের এসএসসি পরীক্ষার্থী শ্রমিক পরিবারের একমাত্র পুত্রসন্তান নাজমুল, কটিয়াদী উপজেলার গৌরীপুর গ্রামের তাসলিমা, রাবিয়া,মাহমুদাসহ ৭ জন এবং করিমগঞ্জ উপজেলার কদমতলী ও মথুরা পাড়া গ্রামের জাহানারা, সাহেলা, রেহেনা, হাকিমা, আহাদ, জাহানারা (২)ও মাহমুদা নামের মোট ১৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে করিমগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের এক পরিবারের ৬ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের পরিবারের লোকজন জানিয়েছে, ডিএনএ টেস্টের জন্য নিখোঁজদের স্বজনদের ঢাকায় তলব করেছে প্রশাসন।
কারাখানা কর্তৃপক্ষ ও সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসী ও মানবাধিকারদের।
আরো খবর জানতে নিচের লিংকে ক্লিক করুনঃ
কারখানায় বেশিরভাগই ছিল শিশুশ্রমিক
কারাখানার চতুর্থ তলা থেকে ৪৯টি মরদেহ উদ্ধার
কারখানার সিঁড়ি বন্ধ থাকায় চতুর্থ তলার শ্রমিকেরা সেই সুযোগটিই পাননি
নারায়ণগঞ্জ রূপগঞ্জের আগুনের ঘটনায় আহত মোরসালিন (২৮) নামে একজনের মৃত্যু