November 29, 2023, 12:19 pm
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে একরাতে তিন বাড়ির গোয়ালঘর থেকে ১০টি গরু-ছাগল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল।
রবিবার (১০ জানুযারি ২০২০ ইং) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
রবিবার রাতের কোনো এক সময় বোয়ালখালীর সারোয়াতলীর খন্দকারপাড়ার ইসমাইল মিয়াজির উন্নতজাতের দুটি গাভী ও দুটি বাছুর গোয়ালঘর থেকে নিয়ে গেছে চোরেরদল। একই সময়ে মাওলানা আবদুল হালিম শাহ বাড়ির মাওলানা জামাল উদ্দিন হোসাইনের একটি গাভী একটি বাছুর ও একটি ছাগল নিয়ে গেছে তারা। এছাড়া বেঙ্গুরা এলাকার মোনাফ চৌধুরী বাড়ির নুরুল আলমের একটি গাভী ও দুটি ষাড়ও নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সারোয়াতলীর চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন।
তিনি আরও বলেন, ‘সংঘবদ্ধ চোরেরদল এসব গরু-ছাগল গোয়ালঘরের দরজার তালা ভেঙে চুরি করেছে।
এই বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ঘটনা জানার পর থেকে পুলিশ গরু-ছাগল উদ্ধারে মাঠে নেমেছে। তিনি আরো বলেন রবিবার দিবাগত রাতে প্রচুর কুয়াশা ছিল। যার কারণে সংঘবদ্ধ চোরেরা এই সুযোগকে কাজে লাগিয়েছে।