1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

একরাতেই ১০ গরু-ছাগল চুরি চট্টগ্রামের বোয়ালখালীতে

  • Update Time : সোমবার, জানুয়ারি ১১, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে একরাতে তিন বাড়ির গোয়ালঘর থেকে ১০টি গরু-ছাগল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল।

রবিবার (১০ জানুযারি ২০২০ ইং) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

রবিবার রাতের কোনো এক সময় বোয়ালখালীর সারোয়াতলীর খন্দকারপাড়ার ইসমাইল মিয়াজির উন্নতজাতের দুটি গাভী ও দুটি বাছুর গোয়ালঘর থেকে নিয়ে গেছে চোরেরদল। একই সময়ে মাওলানা আবদুল হালিম শাহ বাড়ির মাওলানা জামাল উদ্দিন হোসাইনের একটি গাভী একটি বাছুর ও একটি ছাগল নিয়ে গেছে তারা। এছাড়া বেঙ্গুরা এলাকার মোনাফ চৌধুরী বাড়ির নুরুল আলমের একটি গাভী ও দুটি ষাড়ও নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সারোয়াতলীর চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন।

তিনি আরও বলেন, ‘সংঘবদ্ধ চোরেরদল এসব গরু-ছাগল গোয়ালঘরের দরজার তালা ভেঙে চুরি করেছে।

এই বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ঘটনা জানার পর থেকে পুলিশ গরু-ছাগল উদ্ধারে মাঠে নেমেছে। তিনি আরো বলেন রবিবার দিবাগত রাতে প্রচুর কুয়াশা ছিল। যার কারণে সংঘবদ্ধ চোরেরা এই সুযোগকে কাজে লাগিয়েছে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category