1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

একই দিনে বানিয়াচঙ্গে মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্তানের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১
মাসুম মিয়া-বানিয়াচং

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মায়ের মতো আপন কেহ নাই পৃথিবীতে। শত দুঃখ-কষ্টে থাকলেও কিংবা শত বিপদেও সন্তানকে ছেড়ে যান না মা। সন্তানের নিষ্পাপ হাসির কাছে মায়ের সব সুখ বির্সজন দিতে প্রস্তুত। তেমনি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বানিয়াচং সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত মজলিশপুর গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকালে বার্ধক্যজনিত কারনে সামিনা বেগম (৬৫) মারা যান।

সন্ধ্যায় নিহতের লাশ ধৌত করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হয় সামিনা বেগমের কনিষ্ট পুত্র মাসুম (১৫)। তাৎক্ষণিক গুরুতর আহতবস্থায় বানিয়াচং সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। মৃত মাসুম মিয়া স্থানীয় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।

মা ও ছেলের একই দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ৬ ভাই ও ১ বোনের মধ্যে মাসুম সবার ছোট। সে ৯ম শ্রেণিতে পড়াশোনা করতো। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category