1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

উল্টো ব্লাউজ পরে বিপদে আলিয়া ভাট

  • Update Time : সোমবার, নভেম্বর ২২, ২০২১

বিয়েতে গিয়ে কিছুটা বিপদেই পড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট! অনেকটা ব্রালেটের আদলে ডিজাইন করা সেই পোশাকের কারণে সমালোচনার শিকার হচ্ছেন অভিনেত্রী।

শনিবার অভিনেত্রী আনুশকা রঞ্জন কাপুর ও অভিনেতা আদিত্য শীলের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে হাজির হন আলিয়া ভাট। অনেকের মতে, সেখানে উদ্ভট ধরনের পোশাক পরেছেন আলিয়া।

ছবিতে দেখা যায়, আলিয়ার পরনে ছিল হলুদ রঙের লেহেঙ্গা টপ। ব্রালেটের আদলে ডিজাইন করা ব্লাউজ পরেছেন তিনি। অনেকে প্রশ্ন তুলছেন, তাড়াহুড়োতে কি ব্লাউজ উল্টো পরে ফেলেছেন আলিয়া? আবার কেউ কেউ তাকে তুলনা করছেন বিতর্কিত অভিনেত্রী উরফি জাভেদের সঙ্গে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category