March 27, 2023, 5:44 pm
ঘুষ-দুর্নীতি ও শিক্ষকদের সাথে অশোভন আচরণের অভিযোগ তুলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ভৎর্সনা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশারকে উদ্দেশ্য করে বলেন,‘আপনার বিরুদ্ধে শিক্ষকদের ব্যাংক লোন নিতে সুপারিশ পেতে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন স্কুলে পরিদর্শনকালে শিক্ষকদের সাথে অশোভন আচরণের অভিযোগ রয়েছে’।
এসময় মন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,‘আপনারা জনগণের সেবক। জনগনকে সেবা দেয়া আপনাদের কর্তব্য। আর আপনারা আমাদের মেহমান আমরা আপনাদের সাথে ভালো আচরণ করবো, এটা আমাদের কর্তব্য’।
পরে মন্ত্রী একই দিন নাজিরপুর সমাজসেবা অফিসের উদ্যোগে অসহায়দের চেক বিতরণ ও উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের সংলগ্ন একটি ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।