1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাতে রাসুল (সাঃ)

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাতে রাসুল (সাঃ)

কে.এম.রায়হান খান

ঐ মোবারক চেহারা নূরানী,

দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।

মা আমেনার নয়নমণি,

সৃষ্টিকুলের শ্রেষ্ঠ যিনি।

এলো ধরায় মানব-রতন, মুক্তির দিশারি।

ঐ মোবারক চেহারা নূরানী, দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।

দাইমা আশ-শিফার বাণী,

জন্মকালেই নূর দেখি।

চকমকিয়ে উঠলো জ্বলে উষ্ণ মরুর প্রান্তরী,

প্রশান্তির স্বাদ পেল সব আরবী-আযমী।

ঐ মোবারক চেহারা নূরানী, দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।

জাহেলিয়াতের সব বদগুলি,

ধুয়ে মুছে সব হইলো পানি।

যার পরশে কায়েম হলো, যার পরশে কায়েম হলো;

পাক কোরআনের বাণী।

ঐ মোবারক চেহারা নূরানী, দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।

মদ-জুয়া, রাহাজানি আর ভবিষ্যৎবাণী, সবি হয়ে যায় ইতি।

কোরআন-হাদীস মান্য করে, কোরআন-হাদীস মান্য করে; সব সাহাবী।

ঐ মোবারক চেহারা নূরানী, দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।

ওলী-আবদাল, গাউস-কুতুব, সর্বস্তরের সুন্নী;

মোরা প্রাণের চাইতে আরও বেশি নবীকে বাসি।

কোরআন-হাদীস মেনে মোরা, কোরআন-হাদীস মেনে মোরা ;

ঈদে মিলাদুন্নবী করি।

ঐ মোবারক চেহারা নূরানী,

দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।

দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।

————০————–

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category