November 30, 2023, 3:59 am
ঐ মোবারক চেহারা নূরানী,
দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।
মা আমেনার নয়নমণি,
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ যিনি।
এলো ধরায় মানব-রতন, মুক্তির দিশারি।
ঐ মোবারক চেহারা নূরানী, দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।
দাইমা আশ-শিফার বাণী,
জন্মকালেই নূর দেখি।
চকমকিয়ে উঠলো জ্বলে উষ্ণ মরুর প্রান্তরী,
প্রশান্তির স্বাদ পেল সব আরবী-আযমী।
ঐ মোবারক চেহারা নূরানী, দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।
জাহেলিয়াতের সব বদগুলি,
ধুয়ে মুছে সব হইলো পানি।
যার পরশে কায়েম হলো, যার পরশে কায়েম হলো;
পাক কোরআনের বাণী।
ঐ মোবারক চেহারা নূরানী, দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।
মদ-জুয়া, রাহাজানি আর ভবিষ্যৎবাণী, সবি হয়ে যায় ইতি।
কোরআন-হাদীস মান্য করে, কোরআন-হাদীস মান্য করে; সব সাহাবী।
ঐ মোবারক চেহারা নূরানী, দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।
ওলী-আবদাল, গাউস-কুতুব, সর্বস্তরের সুন্নী;
মোরা প্রাণের চাইতে আরও বেশি নবীকে বাসি।
কোরআন-হাদীস মেনে মোরা, কোরআন-হাদীস মেনে মোরা ;
ঈদে মিলাদুন্নবী করি।
ঐ মোবারক চেহারা নূরানী,
দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।
দূর করিল অন্ধকার যুগের গোঁড়ামি।
————০————–