1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

দেশের প্রথম সব জেলাতে ইয়ুথ চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

  • Update Time : রবিবার, জুন ১২, ২০২২

মো: রফিকুল ইসলাম: ইতিহাসে প্রথমবারের মতো একটি দেশের সব জেলাতে একত্রে গাছ রোপনের সব থেকে দ্রুততম মাইলফলক স্পর্শ করলো “ইয়ুথ চ্যারিটি অর্গানাইজেশন।” ৩৭ সেকেন্ডের মধ্যে এই রেকর্ডটি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশের ৬৪ জেলাতে গতকাল ১০ জুন বিকাল ৪ টা ১৫ মিনিটে এক যোগে এই বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।এই বৃক্ষরোপন কর্মসূচিরঅংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও নাসির হোসাইন তানভীরের নেতৃত্বে বৃক্ষ রোপন করা হয়।
৬৪ জেলাতে ১২ টি ইউনিভার্সিটি ক্যম্পাস, ৯ টি স্কুল-কলেজ ক্যম্পাস সহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থানে এই গাছ রোপন করা হয়।
ইউথ চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের পরবর্তী প্রজেক্ট বাংলাদেশের ৪৯২ টি উপজেলায় এক মিনিটে গাছ রোপন।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category