March 22, 2023, 6:01 pm
করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার পরীক্ষা ছাড়া এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করা হয়েছে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।
আগামীকাল শনিবার এইচএসসি ও সমমান -২০২০ এর মূল্যায়নের ফল প্রকাশ করা হবে । আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন।
এবারের ফলাফল পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে না।এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে।কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। টেলিটক ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখা যাবে এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।আর মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল পেতে হলে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করে রাখতে হবে।ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।প্রি রেজিস্ট্রেশন এর নিয়ম: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।