1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

ইউনাইটেড জিকুয়া প্রবাসী ফোরামের উদ্দ্যেগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

  • Update Time : শুক্রবার, জুলাই ৮, ২০২২
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহবুবর রহমান চৌধুরী রোমান।

আজ ৮ই জুলাই ,২০২২ইং রোজ শুক্রবার হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সামাজিক সংগঠন ‘ইউনাইটেড জিকুয়া প্রবাসী ফোরাম -এর আত্নপ্রকাশ উপলক্ষে উক্ত সংগঠনের পক্ষ থেকে স্থানীয় জিকুয়া গ্রামে জিকুয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার গরীব, অসহায়, মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনাইটেড জিকুয়া প্রবাসী ফোরাম এর উপদেষ্টা ও ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব উস্তার আলীর সভাপতিত্বে এবং হাফেজ ইস্তিয়াক ও রিপন মিয়ার যৌথ পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহবুবর রহমান চৌধুরী রোমান। তিনি বলেন ইউনাইটেড জিকুয়া প্রবাসী ফোরামের আত্নপ্রকাশ উপলক্ষে আজকে গরীব অসহায় মানুষকে সাহায্য করার জন্য যে আয়োজন করা হয়েছে তা অত্যান্ত প্রসংসনীয় কাজ, এমন সমাজকল্যাণ মুলক সামাজিক কাজ অব্যাহত রাখার জন্য সংগঠনের সংশ্লিষ্ঠ সকলের প্রতি আহবান জানান, এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশস্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে এম. ক্বারি আনিছুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান জনাব, মুহাম্মদ নুরুল হক। তিনি বলেন আমি আজকে অত্যন্ত আনন্দিত এইজন্য যে সুদুর প্রবাসে থেকেও কষ্ঠার্জিত টাকা রুজি করে নিজের পরিবারের মতই প্রবাসীরা এলাকার গরীব অসহায় মানুষকে সাহায্যের ব্যাবস্থা করেছেন সেজন্য আমার পক্ষ থেকে ইউনাইটেড জিকুয়া প্রবাসী ফোরাম এর সকলকে ধন্যবাদ জানাই।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ও ইউনাইটেড জিকুয়া প্রবাসী ফোরাম এর উপদেষ্টা, বর্তমান মেম্বার জনাব, উস্তার আলী বলেন, যে সকল প্রবাসী গ্রামের অসহায় মানুষের জন্য সাহায্যর হাত বাড়িয়েছেন দলমত নির্বিশেষে সকলেই ইউনাইটেড জিকুয়া প্রবাসী ফোরাম এর সামাজিক কাজের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব।

আরও বক্তব্য রাখেন, সাক্ষর মিয়া লস্কর হাজী আলী আকবর, আব্দুল ওয়াদুদ, এছাড়াও গ্রামের গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে উপস্তিত ছিলেন, জনাব আবুল মিয়া, অনিক হাসান, ইউনাইটেড জিকুয়া প্রবাসী ফোরাম এর পক্ষ থেকে বক্তব্যে রাখেন জনাব, রেজাউর রহমান রাজু, মুখলিছুর রহমান প্রমুখ।

সকলের উপস্থিতিতে ফ্রান্স প্রবাসী মুহাম্মাদ শামসুল হক কে সভাপতি, সৌদি প্রবাসী হাবিব কে সেক্রেটারি এবং আবুধাবি প্রবাসী পারভেজ আহমদ কে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ সাগর মিয়া কে অর্থ সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট ইউনাইটেড জিকুয়া প্রবাসী ফোরাম এর কমিটি ঘোষণা করা হয়।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category