November 30, 2023, 3:47 am
গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে, আল-জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনের ‘সবটুকু সত্য না হলেও অধিকাংশ সত্য’ বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। প্রতিবেদনে উঠে আসা তথ্যগুলোর তদন্ত দাবি করেছেন তিনি। আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপর পড়বে—এমন আশঙ্কা প্রকাশ করেন ডাকসুর সাবেক ভিপি।
গত সোমবার বাংলাদেশ নিয়ে আল-জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনটি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
প্রতিবেদনটির বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, আল-জাজিরার প্রতিবেদনটি নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে ডকুমেন্ট উপস্থাপন করা হয়েছে তা তথ্যভিত্তিক ও শক্তিশালী নয়। সেগুলো কোনো স্পষ্ট বার্তা দেয় না। বাংলাদেশের আইনকানুন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দুর্বলতা সেখানে উঠে এসেছে, এর একটি দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপর পড়বে।