1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

আমির-কিরণের ১৫ বছরের সংসারের বিচ্ছেদ

  • Update Time : শনিবার, জুলাই ৩, ২০২১

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান ও প্রযোজক কিরণ রাও দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন।

আজ শনিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেদের বিচ্ছেদের কথা জানান এই দম্পতি।

যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছেন, ‘দীর্ঘ ১৫ বছরের এই সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক এগিয়ে চলছিল। বলা যায়, এবার আমরা জীবনের নতুন পথ শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’

তাদের মতে, এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়।

লেখেন, ‘আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের ওপর কোনোভাবেই পড়বে না। আমরা দুজনেই আজাদকে বড় করে তুলব। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজ করব।’

২০০২ সালে আমির তার প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। ২০০৫ সালে বিয়ে করেছিলেন আমির ও কিরণ। ২০১১ সালে সারোগেসির সাহায্যে ছেলে আজাদ রাও খানকে জন্ম দেন তারা। আমিরের ‘লগান’ ছবিতে সহকারী পরিচালক ছিলেন কিরণ। সেখান থেকেই আলাপ তাদের। বিয়ের পরেও দু’জন একসঙ্গে নানা ধরনের কাজ করেছেন। তবে আচমকা এই বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি আমির বা কিরণ।

সূত্র: এএনআই

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category