November 29, 2023, 12:03 pm
সমগ্র বাংলা ডেস্কঃ মুজিবর্ষ উপলক্ষে তথ্য মন্ত্রণালয় আয়োজিত ‘আমার বঙ্গবন্ধু’ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে দেশসেরা পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চন্দ্রিকা মন্ডল।
চন্দ্রিকা মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক প্রথম বর্ষের ছাত্রী ও উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সামন্তগাতি গ্রামের সুজিত মন্ডলের মেয়ে।
বুধবার (১৪ জুলাই) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন পুরস্কার হিসেবে তাকে এক লাখ টাকার চেক প্রদান করেন।
উল্লেখ্য, গত ৫ জুলাই ওই প্রতিযোগীতার ফলাফল ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক। চন্দ্রিকা মন্ডল ওই প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
সূত্রঃ দৈনিক শিক্ষা