June 8, 2023, 10:53 am
কখনো কি হয়েছো সম্মূখীন তুমি,
ঐ দুষ্ট ওলাকের মিষ্টি কথার ফাঁদে,
জানো একদিন হয়েছিলাম সম্মূখীন আমি,
শেষ পরিনতি আমার এক পা খাদে।
তারা দেখাবে তোমায় অসম্ভব মায়া,
পড়বে তুমি তাহার মিষ্টি কথার ছলে,
শেষ দেখবে মায়া তো নয় সেটা মাত্র ছায়া,
অবশেষে তুমি জ্বলবে চির অনলে।
অশ্বের সামনে মুলো জুলালে
ভক্ষনের আশায় পাগলা মনে ছুটে,
তুমি ও দেখবে সামনে ডুবু ডুবু জলে,
ছুটে গিয়ে দেখবে সেটা মরিচিকা বটে।
তাই বলি তাদের হাতে সর্বদা সাবধান,
তারা মনোষ্য নয় যেন, জ্বলন্ত অগ্নিশিখা,
কিছু মানুষ করে এমনি অভিযান,
আমার চুখে তারা হচ্ছে জীবন্ত মরিচিকা।
লিখা: আব্রারুল হক
দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়।
শ্রেণিঃ- দশম
তথ্য সংগ্রহ: মোহাম্মদ খালিদ