1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

আব্দুল হামিদ ফাউন্ডেশনের সহযোগীতায় হাসপাতালের রুগীদের সাথে ভিবিডি হবিগঞ্জের ঈদ উৎযাপন।

  • Update Time : মঙ্গলবার, মে ৩, ২০২২
জেলা প্রতিনিধি: ভিবিডি হবিগঞ্জ জেলার উদ্যোগে আব্দুল হামিদ ফাউন্ডেশনের সহযোগীতায় হাসপাতালের রুগীদের সাথে ভিবিডি হবিগঞ্জের ঈদ উৎযাপন। ঈদ মুসলিম জাহানের বৃহত্তম ধর্মীয় উৎসব। এর সাথে মুসলিমদের আবেগ অনুভূতি মিশে আছে।
মুসলিম জাতি এই দিনকে উৎযাপন করে নানা আয়োজনের মধ্য দিয়ে। নিজেকে ভাসিয়ে দেয় ভ্রাতৃত্ব ও ভালবাসার অসীম আবেশে। কিন্তু এসব কিছুই যেন পানসে হয়ে যায় হাসপাতালে শুয়ে থাকা চিকিৎসা নিতে আসা রুগীদের।
সবাই এই দিনটি কে বিভিন্নভাবে কাটালেও তারা হাসপাতালে শুয়ে পার করেন জীবনের অন্যতম একটি দিন।তাই তো ভলান্টিয়ার ফর বাংলাদেশ হবিগঞ্জ জেলা আয়োজন করে “ঈদ হোক সবার” নামক প্রকল্প। এতে চুনারুঘাট উপজেলা সাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের সাথে ঈদ নামাজের পরই শুভেচ্ছা বিনিময়ে হাজির হয় ভিবিডি ভলান্টিয়ার রা। পরে তাদের মাঝে সাস্হ্য সম্মত খাবার তুলে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন ভিবিডি হবিগঞ্জ জেলার প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীর পাবলিক রিলেশনশ অফিসার সানজিদা আক্তার,ট্রেজারার রফিকুল ইসলাম, তাহলা জোবায়ের,জাহেদ আহমেদ,তুষ্টি রানী দেব সহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category