1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

আবারও ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৫, ২০২১

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় আবারও অবৈধভাবে নদীর তীর কেটে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তুলে বিক্রি করা হচ্ছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র কালনী-কুশিয়ারা নদীর তীর থেকে বালু তোলার কাজে জড়িত থাকায় তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। ফলে নদীর তীর আশপাশ এলাকার ফসলি জমি, বসত ভিটা ও ফসল রক্ষার বেড়িবাঁধ নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়ার সম্ভবনা রয়েছে।

এরফলে ইতি মধ্যে নদীর পাড়ে ফাটল দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে ফসলি জমির রক্ষার বেড়িবাঁধও।

জানা যায়, ওই মহলটি প্রতিদিন বালু উত্তোলন করে এলাকার নিচু জমি ভরাট ও  প্রতি ঘনফুট বালু ৯ থেকে ১০ টাকা দরে বিক্রি করে আসছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি শুনেছি এখানে এখন যেতে পারবোনা তবে তহশিলদার কে আমি পাঠাইতেছি। সত্যতা প্রমানিত হলে ব্যবস্থা গ্রহন করা হবে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category